Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যনন্দীগ্রামে গনমাধ্যম কর্মীদের সঙ্গে ইউএনও'র মতবিনিময়

নন্দীগ্রামে গনমাধ্যম কর্মীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার। আইনশৃঙ্খলা রক্ষায় এবং সব ধরনের গুজব প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন উপজেলার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির। সাংবাদিকদের পক্ষ থেকে কথা বলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক তানসেন আলী মন্টু, সাংবাদিক আনোয়ার হোসেন, মিজানুর রহমান মুকুল, ইউসুফ আলী, সুলতান মাহমুদ, মেহেদী হাসান, ফরিদ উদ্দিন, প্রেসক্লাব দপ্তর সহকারী আজমির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত