Monday, December 23, 2024
বাড়িঅন্যান্যনন্দীগ্রামে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা উন্মুক্ত মতবিনিময় করে সাধারণ জনগণের সমস্যার কথা শুনছেন। দিচ্ছেন সমাধানও।
গত মঙ্গলবার উপজেলার বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া এলাকায় এ বৈঠক আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনোয়ারুল হক। সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল হামিদ।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতে ইসলামীর আব্দুস সাত্তার, যুব বিভাগের সভাপতি আবুজার ফটিক, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিক, জামায়াতের উপজেলা কেয়ারটেকার আলহাজ্ব ফজলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন, বুড়ইল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা জহুরুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আমীর হোসেন আজাদী প্রমুখ। মতবিনিময় শেষে বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া ওয়ার্ডে জামায়াতের শাখা কমিটি গঠন করা হয়।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত