Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যনন্দীগ্রামে জামায়াতে ইসলামীরআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নন্দীগ্রামে জামায়াতে ইসলামীরআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

২০০৬ সালে নিহতদের স্মরণে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা যেন তান্ডব চালাতে না পারে সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন নেতারা।
গতকাল সোমবার বিকেলে পৌর সদরের শহীদ মীর মুগ্ধ চত্বরে দলটির নন্দীগ্রাম উপজেলা শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সভাস্থল সমাবেশে পরিনত হয়।
উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির বগুড়া জেলা পশ্চিম সেক্রেটারী মো. মনজুরুল ইসলাম রাজু। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নির্মমভাবে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত