নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।
গতকাল রোববার উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম তানসেন এমপি। উদ্বোধনের আগে আনন্দ র্যালি করা হয়।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা মো. গাজীউল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্যরে সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য। বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সাংবাদিক প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রউফ প্রমুখ। সংসদ সদস্য মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং কৃষি অফিসের সরবরাহকৃত আধুনিক ধান রোপন মেশিন কৃষকদের মাঝে প্রদান করেন।