নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
“হাসুক রোগী বাঁচুক প্রাণ,স্বেচ্ছায় করব রক্ত দান”বগুড়ার নন্দীগ্রামে গত ৩ নভেম্বর বেলা ১১ হতে বেলা ২ ঘটিকা পর্যন্ত মুরাদপুর বান্দির পুকুর দাখিল মাদ্রাসায় নন্দীগ্রাম ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাব বীরপলি’র উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাস্পেইনের সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাব বীরপলি এর সভাপতি মোঃ মতিউর রহমান মুসা,সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম,সাংগঠনিক সম্পাদক সাকিল আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ জাকারিয়া হোসেন,দপ্তর সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কার্য নির্বাহী সদস্য জাহিদ হাসান,উপদেষ্টা মোঃ ইমরান হোসেন নাজির,কাউন্সিলর ডাঃ রাকিব হোসেন শিপন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুরাদপুর বান্দির পুকুর দাখিল মাদ্রাসার সহ সুপার হেলাল উদ্দিন,সহকারী শিক্ষক রুহুল আমীন রানা,জহুরুল ইসলাম, আবু তাহের প্রমূখ। উল্লেখ্য ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাব বীরপলি’র উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং,দরিদ্র অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে রক্ত দান করা হয়।