Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যনন্দীগ্রামে ৫১ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নন্দীগ্রামে ৫১ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে ৫ নভেম্বর ২০২৪, নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে ৫১ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজার রহমান, একাডেমিক সুপার ভাইজার নাসরিন সুলতানা লোপা, সহকারী প্রোগ্রামার দেবব্রত চক্রবর্তী, সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন প্রাং। এছাড়াও নন্দীগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকগন ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া পুরস্কারের পাশাপাশি সৃজনশীল মেধা অন্বেষণে বিভিন্ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীবৃন্দ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে ছিল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি নন্দীগ্রাম, বগুড়া।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত