বাগমারা প্রতিনিধি
রাত পোহালেই পবিত্র ঈদ-উল-আযহা। ঈদ-উল-আযহা উপলক্ষে বাগমারাবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা সমাগত। বছর ঘুরে খুশি আর ত্যাগের বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-আযহা।
তিনি বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতি ও ত্যাগের মহিমায় আবদ্ধ করে সকলকে। আনন্দের সাথে ঈদ-উল-আযহায় নামাজ আদায় করবে ধর্মপ্রাণ মুসল্লিরা। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ স্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি। পাশাপাশি কুরবানীর পশুর বর্জ সময় মতো অপসারণ করার আহŸান করেন।
সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করার অনুরোধ জানিয়েছেন। সেই সাথে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল-আযহার প্রতিফলন হোক এই আহ্বান জানান তিনি। সকল শ্রেণী পেশার মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।