Monday, December 23, 2024
বাড়িঅন্যান্যপ্রান্তিক কৃষি প্রনোদনায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রান্তিক কৃষি প্রনোদনায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুর বিরামপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৪ জুন) বিরামপুর উপজেলায় এলাকার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ সকাল ১১ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে
বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীর ২৩-২৪ অর্থবছরে কৃষকদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। মৌসুমে রোপা আমন ধানের উফশী বীজ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রতকুমার সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস,প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী সহ প্রমুখগন উপস্থিত ছিলেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত