এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৪ জুন) বিরামপুর উপজেলায় এলাকার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ সকাল ১১ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে
বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীর ২৩-২৪ অর্থবছরে কৃষকদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। মৌসুমে রোপা আমন ধানের উফশী বীজ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রতকুমার সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস,প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী সহ প্রমুখগন উপস্থিত ছিলেন।