Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যবদলগাছী উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন!

বদলগাছী উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন!

বুলবুল আহমেদ বুলু,বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ

পবিত্র ঈদউল আযহা উপলক্ষে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আতিয়া খাতুন ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বদলগাছী উপজেলার
সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

শুভেচ্ছা বার্তায় বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আতিয়া খাতুন বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদ-উল আযহা ‘খুশির ঈদ’। বদলগাছী উপজেলাবাসীকে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল আযহা। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

এক শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবানী। ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া, ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।

ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।

হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন।ঈদউল আযহা উপলক্ষে ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান।
বদলগাছী-উপজেলার সকল জনগণসহ দেশবাসীর অনাবিল সুখ-শান্তির পাশাপাশি পবিত্র ঈদউল আযহা নিয়ে আসুক মহামারীমুক্ত এক সুন্দর পৃথিবী সেই প্রত্যাশা করে সকলের কল্যাণ কামনা করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত