এমডি রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুরে ইউপি ওয়ার্ড সদস্যের নামে বিরামপুর থানায় ধর্ষণের মামলা দায়ের। জানা যায়,দিনাজপুর বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য সোহেল রানা (৩৮) পিতা আব্দুর রউফ গ্রাম রতনপুর মধ্যপাড়া ও অপরজন রতনপুর কামারপাড়ার মৃত আইবুদ্দিনের ছেলে মাহাবুর ইসলাম (৩৫),বিরামপুর দিনাজপুরের নামে বিরামপুর থানায় ধর্ষণ মামলা দ্বায়ের হয়েছে বলে জানা যায়। বাদিনী বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড ভুক্ত কৃষ্ণ চাঁদপুর মহল্লার স্থায়ী বাসিন্দা মৃত তাছির উদ্দিনের মেয়ে মোছাঃ রশিদা বেগম (৩৯) ধর্ষণ ও সহযোগিতার অপরাধের ধারায় বিরামপুর থানায় মামলা দায়ের করেন।
৩১ জুলাই ২০২৪ বিরামপুর থানায়
৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) ২০২০।
ধর্ষণ ও সহায়তা করার অপরাধ। যার মামলা নং -২৪,০১-০৮-২০২৪ । এ বিষয়ে ওয়ার্ড সদস্য সোহেল রানার সহিত মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এ বিষয়ে ৩নং খানপুর ইউনিয়ন চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহানের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,থানা সহিত কথা হয়েছে, আপস হবে মামলা হওয়ার কথা নয়। আমি থানায় যোগাযোগ করব। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,সোহেল ওয়ার্ড সদস্য একজন খারাপ মানুষ তিনি এই এলাকায় অনেক মেয়েরই সর্বনাশ করেছেন। বলতে গেলেই সে ক্ষমতা দেখায়।