Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যবিরামপুরে জমিজমা নিয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ

বিরামপুরে জমিজমা নিয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুর বিরামপুরে জমিজমা নিয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলা স্হানীয় বিরামপুর থানায় অভিযোগ দায়ের। আজ আট সেপ্টেম্বর রবিবার দিনাজপুর বিরামপুর উপজেলায় বসতবাড়ির জমিজমা বিষয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সংখ্যালঘু পরিবারের উপর জমিজমা সংক্রান্ত বিষয়ে হামলার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়,বিরামপুর পৌরসভার এক নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বণখনজা দেবীপুর চামেলি রানী জানান তফসিল বর্ণিত সম্পত্তি আমার স্বামী পৈত্রিক সূত্রে পাওয়া সেই থেকে উক্ত জমির উপরে বসতবাড়ি সহ ভোগ দখল করিয়া আসিতেছি। জমির উপরে আমার বসতবাড়ি সহ অনেক গাছপালা রয়েছে। উক্ত সম্পত্তির বৈধ কাগজপত্রও রয়েছে । এরপরেও বিবাদী বিরামপুর প্রফেসর পাড়ার জৈনক মোজাম্মেল হক দশ থেকে বারো জন অজ্ঞাত সহযোগী ব্যক্তি লইয়া কিছুদিন পর পর আমার বাড়িতে অনধিকারপূর্বক প্রবেশ করে হুমকি ধামকি দিয়ে যান। হুমকি দিয়ে বলেন আমি যেন বর্নিত জায়গা ছেড়ে দেই। জায়গা ফাঁকা না করলে জোরপূর্বক জায়গা দখল করবে খুন যখম সহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে থাকেন।
তিনি আরো জানান এবিষয়ে বিরামপুর পৌরসভায় শালিসে উক্ত জায়গায় আর বলে অঙ্গীকার করেন। তারপরও গত সাতই সেপ্টেম্বর চব্বিশ ইং তারিখ বাঁধিনি বাড়িতে থাকা অবস্থায় বিবাদী অজ্ঞাত ব্যক্তির দল লইয়া আমার বাড়িতে প্রবেশ করেন। বাড়ি আসবাবপত্র ভাঙচুর সহ ও বেড়া ভাঙচুর করেন। এ সময় বিবাদী আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি ধামকি দিয়ে থাকেন। এ সময় তিনি বাধা দিতে গেলে বিবাদীগণ ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন রকমের ভয় ভীতি দেখান।
এমন অবস্থায় লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্হল ত্যাগ করে চলে যায়। এবিষয়ে চামেলী রানী ন্যায় বিচারের স্বার্থে বিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গরীব অসহায় সংখ্যালঘু পরিবার উক্ত ঘটনা সরজমিনে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হার জোর দাবী জানান ভুক্তভোগী চামেলি রানী।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত