বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুরে দোকানের জামানতের টাকা ফেরত দেওয়া কে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি একপর্যায়ে থানায় অভিযোগ দায়ের।
আজ (১৮ সেপ্টেম্বর) বিরামপুর থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়,বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের রেলস্টেশনের পশ্চিম পার্শ্বের বকুল সরকারের নিকট হইতে একই মহল্লার নয়ন মিয়া দোকান ঘর বরাদ্দ গ্রহণ করেন। দোকানের জামানত বাবদ ২ লক্ষ টাকা বকুল সরকার কে প্রদান করেন। সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে দোকান মালিক নয়ন মিয়া বিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত সংঘর্ষে নয় বছরের স্ত্রীর শীলতা হানির অভিযোগের বিষয় চুন উঠে আসে। এ বিষয়ে বিরামপুর থানা সূত্রে জানা যায়,অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আরো জানা যায় যে,উক্ত বকুল সরকার একজন আইন অমান্য কারী ব্যক্তি হইতেছেন। তার বিরুদ্ধে শ্লীলতাহানির আরও একটি অভিযোগ সহ স্হানীয় নাশকতা মামলার বর্তমান আসামী।