এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুর দাখিল পরিক্ষা ফলাফল বিপর্যয়ে ১৭টি মাদ্রাসায় কারন দর্শানোর নোটিশ করেছেন উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আজ শনিবার (১৮ মে) সদ্যঘোষিত দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয় কে কেন্দ্র করে উপজেলা শিক্ষা অফিসে জানা যায়,৫০ ভাগের নিচে পাস করা বিরামপুর উপজেলার ১৭ মাদরাসাকে ফলাফল বিপর্যয়ের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
ঘোষিত ফলাফলে জানা গেছে, বিরামপুর উপজেলায় ২২টি মাদরাসার ছাত্রছাত্রী এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে খয়েরবাড়ী দাখিল মাদরাসা থেকে ২৪ পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেনি। পক্ষান্তরে মুকুন্দপুর ফাজিল মাদরাসা,কাটলা দাখিল মাদরাসা,দক্ষিণ শাহাবাজাপুর দাখিল মাদরাসা,পলিপ্রয়াগপুর দাখিল মাদরাসা ও বিরামপুর পৌরসভা দাখিল মাদরাসা ব্যতীত অবশিষ্ট ১৬ মাদরাসা থেকে অর্ধেকের কম শিক্ষার্থী পাস করেছে। এই ফলাফল বিপর্যয়ের প্রেক্ষিতে সাতদিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল মোট ১৭ মাদরাসাকে ১৩ মে নোটিশ প্রদান করেছেন। নোটিশপ্রাপ্ত মাদরাসা গুলো হচ্ছে,খয়েরবাড়ী দাখিল মাদরাসা,ঝানজার দাখিল মাদরাসা,বিরামপুর চাঁদপুর ফাজিল মাদরাসা,হাবিবপুর দাখিল মাদরাসা,বিজুল কামিল মাদরাসা,আয়ড়া দাখিল মাদরাসা,চতুরপুর দাখিল মাদরাসা, খাঁনপুর দাখিল মাদরাসা,পুইনন্দা দাখিল মাদরাসা,ভবানীপুর দাখিল মাদরাসা,কানিকাটাল দাখিল মাদরাসা, দাউদপুর দাখিল মাদরাসা, বেপারীটোলা দাখিল মাদরাসা, চড়াইভিটা দাখিল মাদরাসা, চকশুলবান দাখিল মাদরাসা, বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদরাসা এবং বিরামপুর আদর্শ বালিকা দাখিল মাদরাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল গত বুধবার ১৭ মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন বলে সূত্র মতে জানা যায়।