এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুরে বিদ্যুৎ স্পর্শ হয়ে নিহত-১ হয়েছে। আজ রবিবার (১৪ জুলাই) দিনাজপুর বিরামপুরে সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় বিনাইল ইউনিয়নের দেশমা বাজার জনৈক মুক্তাদির রহমান এর ধান ভাঙ্গা মিলের বারান্দায় রানীনগর (দেশমা) মহল্লার মৃত আব্দুলের ছেলে সারেজুল ইসলাম (৫৬) বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যান। ধান ভাঙ্গা মিলের বারান্দায় থাকা স্ট্যান্ড ফ্যানের সাথে স্পর্শ হলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে যায়। এ সময় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।