Saturday, December 21, 2024
বাড়িনারায়ণগঞ্জরুপগঞ্জ উপজেলাবৈষম বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির উদ্যোগে আলোচনা...

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে

এনামুল হক :- স্টাফ রিপোর্টার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ আগস্ট রবিবার সামাজিক সংগঠন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির উদ্যোগে উপজেলার সাওঘাট এলাকার জাপান-বাংলাদেশ আড়ৎ এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম প্রধান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুলতা ইউনিয়ন সমন্বয় তৈফিকুল আলম শিহাবসহ অন্যান্য শিক্ষার্থীরা। পরে 

সভায় সেলিম প্রধান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে ছাত্রসমাজ ও দেশের সাধারণ মানুষকে শোষণ ও নির্যাতনের হাত থেকে রক্ষা করেছে। এখন থেকে ঘুষ, দূর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে ছাত্র সমাজ ও জনসাধারণকে সঙ্গে নিয়ে দেশটাকে এগিয়ে নিতে যেতে হবে। 
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত