Monday, December 23, 2024
বাড়িঅন্যান্যভূরুঙ্গামারীতে ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, গ্রেপ্তার-৪

ভূরুঙ্গামারীতে ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, গ্রেপ্তার-৪

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ২৩ অক্টোবর ভূরুঙ্গামারী থানায় এ মামলা (মামলা নং: ১৭) দায়ের করা হয়। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই এলাকার মৃত কমল উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৪৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মুকুল, আব্দুর রহিম (৬০), আশরাফুল আলম (৩০), এবং শাহিন আলম (১৭) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভূরুঙ্গামারী থানা পুলিশ আদালতে পাঠিয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আহতদের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই সকল অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনা স্থানীয় জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত