Monday, December 23, 2024
বাড়িঅন্যান্যভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু।

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম তামসী বেগম (৪৫)।

আজ শুক্রবার ৫ জুলাই সকাল আনুমানিক আটটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুরের দাদা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তামসী বেগম ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার মৃত পরবত আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, একটি অটোরিকশা তামসী বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহিদুর রহমান রতন বলেন, সড়ক দুর্ঘটনার শিকার তামসী বেগমকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা গেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তামসী বেগমের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত