Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যরহনপুরে সেরাজুল ইসলাম টাইগারের স্মৃরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

রহনপুরে সেরাজুল ইসলাম টাইগারের স্মৃরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম সেরাজুল ইসলাম টাইগারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আয়োজনে বিকেল ৫ টায় রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) এর আহবায়ক নাজমুল হুদা খাঁন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ জিয়াউর রহমান।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা ও সামাজিক সংগঠক আসাদুল্লাহ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানাজ্জামান নুহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দীন মড়ল, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ শামসুল আলম রানু।
রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন, সাংস্কৃতিক ব্যক্তি সাইফুল ইসলাম রিপন, মরহুম সেরাজুল ইসলাম টাইগারের একমাত্র ছেলে সাখাওয়াত হোসেন মিলন, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, যুবনেতা মোমিন বিশ্বাস, মনসুর আলী, ছাত্রনেতা এন্তাজুল প্রমুখ। স্মরণ সভার আলোচনা শেষে মরহুম সেরাজুল ইসলাম টাইগারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত