বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার হাট দামনাশ বাজারে ফিড ব্যবসায়ী বেলাল হোসেনের বিরুদ্ধে ছাত্রীর হাত ধরা ও অ্যাসিড ছুড়ে মেরে ১০ম শ্রেণীর এক ছাত্রীর মুখমন্ডল ঝলসে দেওয়ার নামে মিথ্যা অভিযোগ ওঠেছে।
গত ০৩/০৭/২৪ ইং রোজ বুধবার সকালে দামনাশ কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের লিচু বাগানের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে সে খানে ওই ছাত্রীর সাথে কোন ধরনে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবিষয়ে অধ্যক্ষ আব্দুল মান্নানের নিচুর বাগানে সংলগ্ন বাড়ির মালিক মোঃ সাহেব আলী বলেন, গত ৩/৭/২৪ ইং তারিখে এই নিচুর বাগানে কোন ছাত্রীর দুই হাত ধরা বা অ্যাসিড নিক্ষেপের চেষ্টা করা কোন ধরনের কোন ঘটনা ঘটেনি।
হাটদামান গ্রামের আবুল কাশেম বলেন, এই নিচুর বাগানে বা এই গ্রামে কোন ছাত্রীর দুই হাত চেপে ধরা বা অ্যাসিড নিক্ষেপের চেষ্টা করা এই ধরনের কোন ঘটনা ঘটেনি।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বাগমারা উপজেলার হাট দামনাশ বাজারে দীর্ঘদিন যাবত বেলাল হোসেন সুনামের সাথে ফিড ব্যবসা করে আসছেন। কিছু কুচক্র মহল তার ব্যবসার সুনাম নষ্ট করার জন্য চেষ্টা করছে। উক্ত ঘটনার কোন সত্যতা নাই।
এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব- ইন্সপেক্টর আব্দুল মাজেদ বলেন, সঠিক তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।