মোঃ আবু রায়হান
জালাও আলো, আপন করো, সাজাও আলোয় ধরিত্রীরে স্লোগানকে ধারণ করে রাজশাহী কলেজ মহারাণী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসে শুভ দিপাবলি মহোৎসব-২০২৪ পালিত হয়েছে । শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজশাহী কলেজ মহারাণী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসে উৎসবটি আয়োজন করা হয়।
হোস্টেল তত্ত্বাবধায়ক, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার মহন্ত এর সভাপতিত্বে দিপাবলি মহোৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, আজকের আয়োজনের উদ্দেশ্য হলো স্রষ্টা বা ধর্মীয় দেবতারা যারা আছেন এটি এক এক ধর্মের এক এক রকম। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা যেটি মনে করেন, বিশ্বাস করেন সেই বিশ্বাসের প্রতিসফুলন ঘটুক এবং এর মাধ্যমে সমাজ কলসমুক্ত হোক।
তিনি বলেন, আমরা যদি জীবনে একটা কথা মেনে চলি বা অনুশীলন করি আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নিব না, মিথ্যা চর্চা থেকে বিরত থাকবো। তাহলে আশা করা যায় যত ধরনের আমাদের মধ্যে দোষগুলো থাকে সেটা থাকবে না।
যার যার নিজ ধর্ম পালনে সুস্থ পরিবেশ নিশ্চিত হোক।
এছাড়া দিপাবলি মহোৎসবে উপস্থিত ছিলেন, সহকারী তত্বাবধায়ক ও সংস্কৃত বিভাগের অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো: ফারুক হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম।