Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যরানীশংকৈলে বজ্রপাতে একই পরিবারের ২ জন এবং হরিপুরে ১জনের মৃত্যু।

রানীশংকৈলে বজ্রপাতে একই পরিবারের ২ জন এবং হরিপুরে ১জনের মৃত্যু।

গোলাম রাব্বানী ঠাকুরগাঁও প্রতিনিধি।

ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে উপজেলায় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ (১১ আগস্ট) রোববার সকালে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন বলে জানা যায়।

মারা যাওয়া দুইজন হলেন উজধারী (ঠাকুরপীর) গ্রামের মোছাঃমেরিনা আক্তার মিন্নি (৪৫), ও তার সপ্তম শ্রেনি পড়ুয়া মেয়ে মোছাঃ ইতি। এদিকে একই সময়ে হরিপুরের আমগাঁও ইউনিয়নের ঝাবড়গাছি গ্রামের নওসাদ এর ছেলে আলিম বজ্রপাতে নিহত হন।

সরজমিনে গিয়ে জানা যায়, আজ সকাল থেকে অঝড়ো বৃষ্টি হলে মিন্নি ও তার মেয়ে ইতি মাঠে হাঁস আনতে গেলে বৃষ্টির সময় বজ্রপাতে তারা দুজনেই মারা যান এবং স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে তাদের উদ্ধার করেন। এদিকে হরিপুরের আলিম পশ্চিম কলেজের পাশে একটি ধান খেতে নিড়ানি দিচ্ছিল। সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত