Saturday, December 21, 2024
বাড়িনারায়ণগঞ্জরুপগঞ্জ উপজেলারূপগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর পকেট থেকে গাজা ও নকলসহ পরীক্ষার্থী আটক একজনকে ৬...

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর পকেট থেকে গাজা ও নকলসহ পরীক্ষার্থী আটক একজনকে ৬ মাসের কারাদন্ড, ২ জন বহিষ্কার

এনামুল হক :- স্টাফ রিপোর্টার।

নারায়গঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় চলাকালিন সময় নকল করার সন্দেহে প্যান্টের পকেট তল্লাশী করে গাজা পাওয়া ও নকল করার দায়ে শ্রাবন মোল্লাকে এবং পরীক্ষায় নকল করার দায়ে আরো ২ জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে শ্রাবন মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর দুই পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়। বৃহস্পতিবার সাড়ে ১২ টার দিকে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত শ্রাবন মোল্লা উপজেলার মাহনা এলাকার হিরন মোল্লার ছেলে। সে পার্শ্ববর্তী পাচরুখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী। এছাড়া নকল সরবরাহের অপরাধে পরীক্ষা থেকে বহিস্কৃতরা হয় সলিমউদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও পাচরুখী আনোয়ারা বেগম কলেজের শিক্ষার্থী সাঈদকে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান মাহমুদ রাসেল জানান, বৃহস্পতিবার এইচএসসি ইংরেজী ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনিসহ উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার ভুলতা স্কূল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। বেলা সাড়ে ১২ টার দিকে একটি কক্ষ থেকে কয়েকজন ছাত্র বের হয়ে বাথরুমে যায়। পরে তারা রুমে এসে খাতায় লিখতে থাকে। কিন্তু তাদের আচরন সন্দেহজনক মনে হলে কক্ষে ডিউটিরত শিক্ষক দিয়ে প্রথমে শ্রাবন মোল্লার সার্টের ও প্যান্টের পকেট তল্লাশী করলে গাজাসহ, নকল করার জন্য কিছু চিরকুট পাওয়া যায়। এছাড়া নকল করার জন্য আনা কিছু চিরকুট পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও সাঈদের কাছ থেকেও পাওয়া যায়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেড গাজাসহ আটক শ্রাবন মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও ১শ টাকা জরিমানা করেন। অপরদিকে, পরিক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে তুর্য ও সাঈদকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।

পরে দন্ডপ্রাপ্ত শ্রাবনকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বিকালে পুলিশ তাকে নারায়ণঞ্জ কারাগারে প্রেরন করেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত