এনামুল হক, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পর্যায়ে ৩দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ মে মঙ্গলবার উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা প্রাথমিক সমিতি সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাছলিমা, কানিজ ফাতেমা, লোরা আহমেদ, রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী ওসমান, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, মীরকুটিরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন মিয়া, মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, আউখাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী, ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেনসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, হাতের লেখা, চিত্রাংকন নৃত্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দরা।