Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যরূপসায় পূর্ব ও পশ্চিম ইন্জিন চালিত নৌকা মাঝি সংঘের নির্বাচন অনুষ্ঠিত

রূপসায় পূর্ব ও পশ্চিম ইন্জিন চালিত নৌকা মাঝি সংঘের নির্বাচন অনুষ্ঠিত

মোঃ মোশারেফ হোসেন রূপসা প্রতিনিধি:


উৎসবমুখর পরিবেশে খুলনার পূর্ব ও পশ্চিম রূপসা ইন্জিন চালিত নৌকা মাঝি সংঘের (রেজি: ২৬৮) সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরোতিহীনভাবে শ্রম অধিদপ্তর খুলনার কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৭৬ জন ভোটারের মধ্যে ১৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে মোঃ হারেজ হাওলাদার (আনারস প্রতিক) ৯০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাৎ বেপারি (হারিকেন প্রতিক) পেয়েছেন ৮৩ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে মোঃ ফজলু মাতুব্বর (দোয়াত-কলম প্রতিক) পেয়েছেন ৮৯ ভোট। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নূর ইসলাম ব্যাপারী (তালা প্রতিক) পেয়েছেন ৮৩ ভোট।

নির্বাচন চলাকালীন সময়ে ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী সুজিত অধিকারী, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মোজাফফর রশিদী রেজা।

নির্বাচন চলাকালে সার্বক্ষণিক খোঁজ- খবর নেন ও ভোট গণনাকালে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান। এ সময় শ্রম অধিদপ্তর খুলনার একাধিক কর্মকর্তা
ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, রূপসা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব আবু আহাদ হাফিজ বাবু,। প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ নওশের আলী। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ আজিম উদ্দিন। পোলিং অফিসার ছিলেন রূপসা চিংড়ি বণিক সমিতির অফিস সচিব সুনীল দে।

উল্লেখ্য, এর আগে চলতি বছর ১৭ ফেব্রুয়ারি পূর্ব রূপসস্থ রেলস্টেশন মাঠে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন আব্দুল হালিম বেপারী। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোট গণনায় ত্রুটি উল্লেখ করে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত