Sunday, December 22, 2024
বাড়িবাংলাদেশরাজশাহীশোকাবহ আগস্টে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মসূচি

শোকাবহ আগস্টে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মসূচি

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার

শোকাবহ আগস্টের কর্মসূচি হিসেবে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম বোর্ড চত্বরে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বৃক্ষ রোপণ করেন।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আরিফুল ইসলাম,উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. নূরুল ইসলাম খাঁন,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. মুঞ্জুর রহমান খান,রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আন্ত: শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন ফেডারেশনের মহাসচিব মোহা. হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে কালো ব্যাজ বিতরণ করা হয় এবং শিক্ষা বোর্ড চত্বরে ড্রপ ব্যানার টাঙানো হয়।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারুণ্যের অগ্রদূত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ‘জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ২০২৪’ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে ০৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত