চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চারটার দিকে ভোলাহাট কলেজ মোড় থেকে এই ব্যক্তিটি অটোতে ডাব নিয়ে রহনপুর এর উদ্দেশ্যে যায়। কিন্তু এই ব্যক্তিটি রহনপুর না গিয়ে ডাব নিয়ে উধাও হয়ে যায়।
ডাবের মালিক মোঃ হাসান জানান, আজ বিকেল চারটার দিকে এই ব্যক্তিটির অটোতে এক অটো ভর্তি ডাব (যার বাজার মূল্য ১০ হাজার টাকা) দিয়ে তাকে রহনপুরের দিকে যেতে বলে, কিন্তু বর্তমানে সে এখনো রহনপুর পৌঁছায়নি ব্যক্তিটির ফোন বন্ধ। ভোলাহাট থেকে রহনপুর এর দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। যেতে সময় লাগে মাত্র এক ঘন্টা।
ডাবের মালিক হাসান আরও জানান, ছেলেটির অপরিচিত হিসেবে তার নাম ও ঠিকানা জানেন না।
এ ব্যক্তিটির কেউ সন্ধান পেলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যে ব্যক্তি তাকে ধরিয়ে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে বলে জানান ডাব মালিক হাসান।
ডাব মালিক।
মোঃ হাসান
মোবা:01311417428
অথবা:01701612272