আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে প্রতিবন্ধী ও বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে সহায়ক উপকরণ ও চেক বিতরণ করা হয়েছে। ২৬ জুন বুধবার সকালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধতা এবং বিভিন্ন রোগে আক্রানন্তদের মাঝে সহায়ক উপকরণ ও চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
উপজেলা প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান জানান, প্রতিবন্ধী ও প্রতিবন্ধতা ঝুঁকিতে থাকা ৫ জনকে সহায়ক উপকরণ হিসাবে ট্রাইসাইকেল দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা জানান, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে আক্রান্ত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসিয়া রোগে আক্রান্ত ১৯ জনকে চেকের মাধ্যমে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।