Monday, December 23, 2024
বাড়িঅন্যান্যবিরামপুরে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

বিরামপুরে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

একযোগে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩০ জুন) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা অন্তর্ভুক্ত কেন্দ্রগুলোতে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা আরম্ভ হয়েছে। এবারে বিরামপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীর সংখ্যা ১২২৫ জন। এর মধ্যে কেন্দ্র গুলো বিরামপুর সরকারি কলেজ,বিরামপুর মহিলা কলেজ,বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা,বিরামপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। এই সকল পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে বলে জানা যায়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন,বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও নুজহাত তাসনীম আওন,বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রতকুমার সরকার,বিরামপুর থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম সহ প্রমুখগন। এবিষয়ে বিরামপুর উপজেলা সূত্রে জানা যায়,চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ২শ ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে বিরামপুর সরকারি কলেজে কেন্দ্রে এইচএসসির ৩শ ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১জন অনুপস্থিত ছিলেন। বিরামপুর মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসির ৪শ ৪৮জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত। বিরামপুর সরকারি কলেজ বিএমটি এইচএসসির ১শ ৫৩জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত। বিরামপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে এইচএসসির ১শ ৫৫ জন সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এইচএসসির ১শ ৫৭ জন পরীক্ষার্থীদের মধ্যে সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেন বলে জানা যায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এনও নুজহাত তাসনীম আওন বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রেগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। অপরদিকে বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জরুল ইসলাম বলেন চলতি এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যেন শেষ হয় সেই লক্ষ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত