আল আমিন মিলন, আত্রাইপ্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে করেছেন।
বুধবার( ৩ জুলাই) সকাল থেকে সমিতির খোলাপাড়ায় অবস্থিত কার্যালয়ে মূল ফটকের সামনে বিআরইবি-পিবিএস একীভূতকরণ, অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন এবং অনিয়মিতদের চাকুরী নিয়মিতকরণের দাবি জানিয়ে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মসূচি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) বিরুদ্ধে পল্লী বিদ্যুত সমিতি গুলোকে (পিবিএস) শোষণ, নির্যাতন, নিপীড়ন করার অভিযোগ করা হয়। একইসাথে মাঠের অভিজ্ঞতা ছাড়া অদক্ষতা ও স্বেচ্ছাচারিতা করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও ভঙ্গুর বিতরণব্যবস্থা থেকে পরিত্রাণ চাওয়া হয়। সেইসাথে পল্লী বিদ্যুত সমিতির গ্রাহকদের শতভাগ বিদ্যুতের সুফল না পাবার দায়ভার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
কর্মসূচিকে আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আব্দুল আলীম, এজিএম এম.তাহসিন ইলিয়াসসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।