মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মসজিদের মাইকের বেটারি চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় একজন।
আজ বুধবার (১০ জুলাই) আনুমানিক ৩.৩০ ঘটিকায় সময় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর জামে মসজিদ থেকে মাইকের বেটারি চুরি করতে গিয়ে আটক হয় ফজলুল হক। সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি এলাকার আক্কাস আলীর পুত্র।
পশ্চিম ছাট গোপালপুর মধ্যে পাড়া জামে মসজিদ এর সেক্রেটারি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চোর ফজলুল হক মসজিদে প্রবেশ করলে উক্ত মসজিদের মুয়াজ্জিন আব্দুল কাদের আমাকে ফোন করলে আমি দ্রুত সেখানে উপস্তিতিত হই এবং স্থানীয়দের সাথে নিয়ে চোরকে আটক করি এবং পরবর্তীতে ভূরুঙ্গামারী থানায় খবর দেই।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান ফজলুল হক এর বিরুদ্ধে মামলা হয়েছে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।