Sunday, December 22, 2024
বাড়িবাংলাদেশরাজশাহীবাগমারা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজের মৃত্যুতে ইঞ্জিঃ এনামুল হকের শোক...

বাগমারা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজের মৃত্যুতে ইঞ্জিঃ এনামুল হকের শোক প্রকাশ


বাগমারা প্রতিনিধি


রাজশাহীর বাগমারা উপাজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিরাজ উদ্দীন সুরুজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বৃহস্পতিবার রাত ১০.১০ ঘটিকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে স্ত্রী. সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে মারা যান সিরাজ উদ্দীন সুরুজ।

মরহুম সিরাজ উদ্দীন সুরুজের বাড়ি বাসুপাড়া ইউনিয়নের দেওলিয়া গ্রামে। ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে উপজেলায় তার রাজনীতি শুরু এরপর যুবলীগ। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মরহুম সিরাজ উদ্দীন সুরুজ।

মরহুম সিরাজ উদ্দীন সুরুজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত