Monday, December 23, 2024
বাড়িঅন্যান্যভূরুঙ্গামারীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত


আবু সুফিয়ান পারভেজ
ভ্রাম্যমান প্রতিনিধি ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম )

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট ) দুপুরে  উপজেলার ১০টি ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সভাপতি কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস‍্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ- সভাপতি কাজী কাজী নিজামউদ্দিন, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবুল হাসান সোহেল, ছাত্র দলের সভাপতি  মিজানুর রহমান মিন্টু প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতি – সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

এসময় উপজেলার ১০টি ইউনিয়নের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

সভায় উপস্থিত সকলেই চলমান হামলা, সন্ত্রাস  ও সমাজবিরোধী কর্মকান্ডের নিন্দা জানান। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ভবিষ্যতে এধরণের কর্মকান্ড যে মহলেই পরিচালনা করুকনা কেন, তা প্রতিহত করার অঙ্গীকার করেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত