Sunday, December 22, 2024
বাড়িচাঁপাইনবাবগঞ্জভোলাহাটগোলাম রাব্বানীর বিচার চাই বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ।

গোলাম রাব্বানীর বিচার চাই বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ।

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা ইউএনও অফিস সহকারী গোলাম রাব্বানী বিচার চাই বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ। এক আলোচনা সভায় শিক্ষকগন বলেছেন, কোনো বিষয় নিয়ে যদি আমরা ইউএনও সারের সাথে তার মাধ্যমে দেখা করতে যায় সে আমাদের বিভিন্ন দিক নিয়ে হেনস্তা করে এবং নানাভাবে অকথ্য ভাষায় কথা বলে।
শিক্ষকগণ আরো বলেন, সে আওয়ামী লীগের নেতা হিসেবে সবাইকে ভয় দেখাতো।
তার এই দুর্ব্যবহারের জন্য বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ অতিষ্ঠ হয়ে গেছে এবং তার বিচারের দাবি করে। এলাকার লোকজন তার এই দুর্ব্যবহারের জন্য তার শাস্তির দাবির জন্য তাকে খুঁজে বেড়াচ্ছে।

এ বিষয়ে ইউএনও অফিসারের সাথে কথা বললে তিনি বলেন , এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত