স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা ইউএনও অফিস সহকারী গোলাম রাব্বানী বিচার চাই বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ। এক আলোচনা সভায় শিক্ষকগন বলেছেন, কোনো বিষয় নিয়ে যদি আমরা ইউএনও সারের সাথে তার মাধ্যমে দেখা করতে যায় সে আমাদের বিভিন্ন দিক নিয়ে হেনস্তা করে এবং নানাভাবে অকথ্য ভাষায় কথা বলে। শিক্ষকগণ আরো বলেন, সে আওয়ামী লীগের নেতা হিসেবে সবাইকে ভয় দেখাতো।তার এই দুর্ব্যবহারের জন্য বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ অতিষ্ঠ হয়ে গেছে এবং তার বিচারের দাবি করে।
ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে অনেক শিক্ষক কর্মচারী যোগাযোগ করে তার ব্যাপারে অভিযোগ করেছিলেন এবং বিভিন্ন নিউজ পেপারে তার এ ব্যাপারে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এ পর্যন্ত সে বহাল তবিয়তে আছে এবং এখনো সে বিভিন্ন জায়গা চ্যালেঞ্জ করছে তার খুঁটির জোরে এবং বলেছে এখনো আছে ও ভবিষ্যতে থাকবে। এমতাবস্থায় অত্র উপজেলায় শিক্ষক কর্মচারীদের একটা বড় অংশ তার ব্যাপারে সংক্ষূপ্ত । তার নিরাপত্তার স্বার্থে ভোলাহাট থেকে অনেক দূরে তাকে বদলি পূর্বক তদন্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে । এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষকগণ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার জানান, তার এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।