Sunday, December 22, 2024
বাড়িচাঁপাইনবাবগঞ্জভোলাহাটভোলাহাটে ভাতিজার চাকুর আঘাতে চাচা খুন।

ভোলাহাটে ভাতিজার চাকুর আঘাতে চাচা খুন।

মোঃ শাহাদাত হোসেন- অনলাইন ইনচার্জ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভাতিজার চাকুর আঘাতে নিজ চাচা খুন। গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ভাতিজা ভুটু এবং তার বাবা মিলনের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে ভুটু চাকু বের করে তার বাবা মিলনকে ভয় দেখায়। উক্ত ঘটনা দেখে মিলন তার বড় ভাই দুলুকে ডাক দেয়।
বড় ভাই দুলু এসে ঘটনাটি সামাল দিতে গিয়ে এক পর্যায়ে ভাতিজা ভুটু তার চাচা দুলু কে পেটের বাম সাইডে ছুরিকাঘাত করে। চাচা দুলু মাটিতে লুটিয়ে পড়লে ভাতিজা আবারও বুকে এবং পিঠে চাকুর আঘাত মারে।
একপর্যায়ে দুলু নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়।

উক্ত ঘটনার উদ্দেশ্যে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত অফিসার(তদন্ত) ইকবাল পাশাকে ফোন দিলে তিনি বলেন, লাশ পোস্ট মডার্নে পাঠানো হয়েছে। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত