Sunday, December 22, 2024
বাড়িচাঁপাইনবাবগঞ্জনাচোলনাচোলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

নাচোলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

 আবুল হোসেন ,নাচোল, প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রামপ্রধান, যুব ও যুব মহিলাদের অংশগ্রহণে গ্রাম উন্নয়ন এবং মহিলাদের স্বাস্থ্যসেবা বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় নাচোল আদিবাসী একাডেমী মিলনায়তনে বাবুলাল টপ্পর সভাপতিত্বে, বেসরকারী উন্নয়ন সংস্থা এসআইএল ইন্টারন্যাশনাল এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুর্মু। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার এরিয়া সুপারভাইজার(নাচোল) এ্যামব্রোস টুডু, এনিমেটর(ফুড সিকিউরিটি) নাচোল, রীতা বালাসহ নাচোল কর্ম এলাকার ১০টি গ্রামের ৩০জন যুবক, যুবতি ও অভিজ্ঞ নারী-পুরষ।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত