Monday, December 23, 2024
বাড়িঅন্যান্যআত্রাইয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি  মেডিকেল ক্যাম্প  কার্মসূচি

আত্রাইয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি  মেডিকেল ক্যাম্প  কার্মসূচি

আল আমিন মিলন, আত্রাই, প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি  মেডিকেল ক্যাম্প কার্মসূচি পালন করা হয়েছে।  

রবিবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ২টায় থানা যুবদলের আয়োজনে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,আত্রাই থানা বিএনপির সাবেক সভাপতি, ও নওগাঁ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজু ।

যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও কামরুল হাসান সাগরের সঞ্চারনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন,জাহাঙ্গীর আলম মিঠু,ওবায়দুল হাসান টুটুল,

আসাদুজ্জামান বুলেট,সহ আত্রাই থানা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডাঃ মো.আল আমিন।

নেতারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে গড়তে আমাদের ঐক্যের প্রয়োজন।সামনে অনেক বড় লড়াই সংগ্রাম। অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেবে না।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত