অনলাইন ইনচার্জ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্যরা হলো- ভোলাহাট উপজেলার মান্নুর মোড় এলাকার মোঃ হাবিবুর রহমান (হবুর) দুই ছেলে জাহাঙ্গীর ও ইয়াকুব।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, “উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার উপর ডাকতি করে পালানোর সময় ধাওয়া করলে ঘটনা স্থলে গণপিটুনিতে ২ ডাকাত মৃত্যুবরন করেন। তারা সম্পর্কে আপন দুই ভাই।”