আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)আত্রাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি হিসাবে শেখ মো: রেজাউল ইসলাম (৪৮৭) ভোট, সাধারন সম্পাদক পদে তসলীম উদ্দীন (২৯৪) ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক(৩৩০) ভেটা এবং কামরুল হাসান (২৪৬) ভোট পেয়ে নির্বাচিত হন।
বুধবার ৬ নভেম্বর আহসান উল্লাহ স্মারক সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সারে ৯ টা হতে দুপুর ২টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ৫৬৮ জন ভোটারের মধ্যে ৫৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লে. কর্ণেল অব. আব্দুল লতিফ খাঁন। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ মো: রেজাউল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে অন্যদের মধ্যে জাহিদুল ইসলাম ধলু, নাজমুল হোসেন সনি,শহীদুল ইসলাম, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আলম রানাসহ জেলা ও উপজেলা বিএনপি পরিবারের সদস্যবৃন্দ বক্তব্য দেন।
পরে জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু ভোটের ফলাফল ঘোষণা করেন।