Saturday, December 28, 2024
বাড়িUncategorizedনাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত

নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত

আবুল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার,২৬ই ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ যাবার সময় জামতলা নামক স্থানে,  সড়ক দুর্ঘটনায় নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র(কাউন্সিলর) মুসা মিয়া(৭৩)র মৃত্যু হয়েছে। মৃতের ছেলে জাকারুল ইসলাম পলাশ জানান, আজ সকালে মোটরসাইকেল যোগে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জে তার চাচা এ্যাডভকেট ইসাহাক মিয়ার বাসায় যাবার সময় চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নীচে পিস্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপতালে নিয়ে গেলে সেখানে তিনি ইন্তেকাল করেন,(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। এলাকার লোকজন তিনার বিষয়ে জানান, তিনি একজন সমাজসেবী এবং মানুষের আপদ বিপদে এগিয়ে যেতেন ও সর্বস্তরের মানুষের সাথে তিনি হাসিমুখে কথা বলতেন এবং সুসম্পর্ক বজায় রেখে চলতেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাচোল উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীগণ সহ অনেকেই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত