এনামুল হক :- স্টাফ রিপোর্টার।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ এর ঈদ পূূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২০ এপ্রিল শনিবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ চেয়ারম্যান বাড়ী পার্ক ও রিসোর্টে এ পূর্ণমিলনী অনুষ্ঠান হয়। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইয়ার উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান তারেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ প্রধান উপদেষ্টা ও এফবিসিসিআই এর পরিচালক মোঃ আবু হোসেন ভুইয়া (রানু)। অন্যান্যদের উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ সিনিয়র সহ সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সহ সভাপতি মনিরুজ্জামান ভুইয়া মনির, ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, ভুলতা ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরে রেফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীয় মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।