Sunday, December 22, 2024
বাড়িচাঁপাইনবাবগঞ্জচাঁপাই সদরচাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ কমিয়ে আনতে আমনুরায় সংলাপ

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ কমিয়ে আনতে আমনুরায় সংলাপ


নিজস্ব প্রতিবেদক, বুধবার সকাল দশটায় ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা আদশ বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে স্থানীয় সাধারণ জনগণ, ইমাম, স্থানীয় সরকারের প্রতিনিধি. শিক্ষার্থী ,শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের নিয়ে এক সংলাপ প্রোগ্রামের আয়োজন করে,বিষয়: শিশুদের সুরক্ষা, অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, কারণ ও স্থানীয়ভাবে সমাধান।
অনুষ্ঠানে সভাপ্রতিত্ব করেন মোঃ শরিফুল ইসলাম,সভাপতি ম্যানেজিং কমিটি, প্রধান অতিথি ছিলেন মোঃ কুদরত-ই-খুদা, প্রধান শিক্ষক আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দেবেন্দ্রনাথ উরাও উপপরিচালক স্থানীয় সরকার চাপাইনবাবগঞ্জ জেলা, উপপরিচালক মোছা: সাহিদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা, ডা: মাহফুজ রায়হান, শিশু বিশেষজ্ঞ, সদর হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ, মি:স্বপন মণ্ডল সিনিয়র ম্যানাজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী। সংলাপ অনুষ্ঠানটি মুল্যায়ন ও পযবেক্ষণ করেন মো: মনজুরুল আহম্মেদ, প্রোগ্রাম অফিসার, এসবিসি, ইউনিসেফ, রংপুর ও রাজশাহী বিভাগ। এই সংলাপ হতে স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ কমিয়ে আনার সকল পেশাশ্রেণির মানুষকে আহ্বান জানানো হয়।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত