নিজস্ব প্রতিবেদক, বুধবার সকাল দশটায় ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা আদশ বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে স্থানীয় সাধারণ জনগণ, ইমাম, স্থানীয় সরকারের প্রতিনিধি. শিক্ষার্থী ,শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের নিয়ে এক সংলাপ প্রোগ্রামের আয়োজন করে,বিষয়: শিশুদের সুরক্ষা, অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, কারণ ও স্থানীয়ভাবে সমাধান।
অনুষ্ঠানে সভাপ্রতিত্ব করেন মোঃ শরিফুল ইসলাম,সভাপতি ম্যানেজিং কমিটি, প্রধান অতিথি ছিলেন মোঃ কুদরত-ই-খুদা, প্রধান শিক্ষক আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দেবেন্দ্রনাথ উরাও উপপরিচালক স্থানীয় সরকার চাপাইনবাবগঞ্জ জেলা, উপপরিচালক মোছা: সাহিদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা, ডা: মাহফুজ রায়হান, শিশু বিশেষজ্ঞ, সদর হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ, মি:স্বপন মণ্ডল সিনিয়র ম্যানাজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী। সংলাপ অনুষ্ঠানটি মুল্যায়ন ও পযবেক্ষণ করেন মো: মনজুরুল আহম্মেদ, প্রোগ্রাম অফিসার, এসবিসি, ইউনিসেফ, রংপুর ও রাজশাহী বিভাগ। এই সংলাপ হতে স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ কমিয়ে আনার সকল পেশাশ্রেণির মানুষকে আহ্বান জানানো হয়।