Sunday, December 22, 2024
বাড়িঅন্যান্যভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন...

ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন

এনামুল হক :- স্টাফ রিপোর্টার

আসছে আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো:- আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার মো:- মোশারফ হোসেন জানান, তালা প্রতীকের বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্বসাধারণের জ্ঞাতার্থে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে, গতকাল বুধবার দুপুরে রায়পুরা উপজেলার দূর্গম চারঞ্চল পাড়াতলির মামদেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা গেলে প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা হামলা চালায় তালা প্রতীকের বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনসহ তার কর্মী-সমর্থকদের উপর। পরে এ ঘটনায় হাসপাতালে নেয়ার পথেই মারা যায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। পরিস্থিতি বিবেচনায় ভোট স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

এদিকে নরসিংদী রায়পুরায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত