মাহমুদ হাচান, ডোমা(নীলফামারী)প্রতিনিধি:-
নীলফামারীর ডোমার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
(২৩শে মে) বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুর এর উদ্যোগে ডোমার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের কোর্ট পরিদর্শন মো: মনিরুজ্জামান। এতে সভাপতিত্বে করেন – উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরন নবী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – ডোমার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইলিয়াস হোসেন,সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, সদস্য ওমর ফারুক,অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ নুরুল ইসলাম বিএসসি,বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনজারুল হক,ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রহুল আমিন, সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ, সহকারী শিক্ষক মালা জেসমিন,ডোমার বালিকা বিদ্যা নিকেতন (মাধ্যমিক) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমূখ।
বিতর্ক প্রতিযোগিতা শেষ বিজয়ী দলকে পুরস্কার হাতে তুলে দেয় অতিথিবৃন্দ।
উল্লেখ্য, প্রতিযোগিতা উপজেলার বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সোনারায় উচ্চ বিদ্যালয়,ডোমার বালিকা বিদ্যা নিকেতন (মাধ্যমিক) বিদ্যালয়েরর শিক্ষার্থীরা অংশগ্ৰহণ করে। বিতর্কের বিজয়ী হয় – ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।