Sunday, December 22, 2024
বাড়িচাঁপাইনবাবগঞ্জভোলাহাটভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী উৎসব পালিত

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী উৎসব পালিত

মোঃ শাহাদাত হোসেন
অনলাইন ইনচার্জ

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্ণ হয়ে ২৬ বছরে পা রাখায় রজতজয়ন্তী/২৪ উৎসব পালন করা হয়েছে। ১৯ জুন (বুধবার) সকাল ৯টার‌ দিকে মোহবুল্লাহ মহাবিদ্যালয় কলেজ মাঠে ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন আয়োজিত উৎসবে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ টরিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহ: জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২১শে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ মোঃ জিয়াউল হক, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ভোলাহাট সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রহমত আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোঃ রশিদুল ইসলাম জেম, রজতজয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক ও উপদেষ্টা মোঃ রাইহানসহ অন্যরা। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আলোচনার পূর্বে এক বর্ণাঢ্য র্যালী কলেজ চত্বর থেকে বের হয়ে মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২য় পর্ব সন্ধ্যা ৭ টার পর ঢাকা থেকে আগত টিভি তারকাদের মনোমুগ্ধকর পরিবেশে সঙ্গীত পরিবেশন করা হবে।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত