এনামুল হক :- স্টাফ রিপোর্টার
আসছে ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন দুইজন। তার মধ্যে একজন রফিকুল ইসলাম রফিক জগ মার্কা ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা মোবাইল ফোন মার্কায় মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এদিকে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের উপর হামলার ঘটনায় মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খানকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
এর আগে, গত বুধবার বিকেলে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থক ৮ নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত কাউন্সিলর আইয়ুব খান তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সহ মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার লোকজনের উপর হামলা চালিয়ে রফিকসহ ২০ জনকে আহত করে। এ ঘটনায় জগ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রফিক জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার ইস্তাফিজুল ইসলাম আকন্দ সাক্ষ্যরিত নোটিশে আচরণবিধি লঙ্ঘের বিষয়ের ২৪ ঘন্টার মধ্যে আইয়ুব খানকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। এবং নোটিশে বলা হয়, কাঞ্চন পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত কাউন্সিলর আইয়ুব খান তার লোকজন নিয়ে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের উপর হামলা এবং ব্যাপক ক্ষতি সাধন করে। আপনার আচরণ এবং আপনার সমর্থকগণ গোলযোগ ও উশৃঙ্খল আচরণ দ্বারা শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গ করে যা আচরণবিধি লঙ্ঘন।
এ বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে নির্বাচন অফিসে লিখিত জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হলো। এ ব্যাপারে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া কাউন্সিলর অভিযুক্ত আইয়ুব খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলি বলে ফোনটি কেটে দেন।