এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত হয়েছে। উপজেলার সড়ক-মহাসড়কে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা শেষে স্থানীয় ঢাকামোড়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর। বিশেষ অতিথি ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক খায়রুল আলম রাজু,জেলা আওয়ামীলীগের সদস্য রুহুল আমীন সরদার,যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন সহ প্রমূখ গন উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন,আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,৬৬-এর ছয় দফা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন এবং বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে আওয়ামীলীগ।