মোঃ আতিকুর গোলদার ,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
৩। ঘটনার তারিখ ও সময়ঃ ২৩ জুন, ২০২৪, ১৯.৪০ ঘটিকা হইতে ২০.১৫ ঘটিকার মধ্যবর্তী সময়।
৪। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ এসআই (নিঃ) মোঃ রাকিবুল আবেদীন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় মোবাইল-৫১ ডিউটি করাকালীন ১৯.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন ব্যারিষ্টার কলেজ সংলগ্ন গলিস্থ জসিম বিল্ডিংয়ের নীচ তলা ০৩নং রুমের মধ্যে আসামী চন্দন দাশ (৪৫) এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ রাকিবুল আবেদীন জব্দ তালিকা মূলে জব্দ করেন।
৫। ভিকটিমের সংখ্যা ও বিবরণঃ নাই
৬। উদ্ধারঃ ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুমান- ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা।
৭। আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানাঃ চন্দন দাশ (৪৫), পিতা-মৃত সতীশ চন্দ্র দাশ, মাতা-মৃত মিনু দাশ ,স্থায়ী: (ধর্মপুর (রমনি সাধুর বাড়ী), পোঃ দক্ষিন পাড়া) , উপজেলা/থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রাম, বর্তমান: (জসিম বিল্ডিং, নীচতলা, রুম নং-৩, ব্যারিষ্টার কলেজ সংলগ্ন গলি) , উপজেলা/থানা-ইপিজেড, জেলা -চট্টগ্রাম।
৮। গ্রেফতারঃ ০১ জন।
৯। আইনগত ব্যবস্থাঃ ইপিজেড থানার মামলা নং-০৭, তারিখ-২৩/০৬/২৪ ইং, ধারা-৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;