Sunday, December 22, 2024
বাড়িঅপরাধনাচোলে চাঁদাবাজির মামলায় আ, লীগের প্রভাবশালী নেতা কাদের ও রয়েল বিশ্বাস হাজতে

নাচোলে চাঁদাবাজির মামলায় আ, লীগের প্রভাবশালী নেতা কাদের ও রয়েল বিশ্বাস হাজতে

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের এবং সাংগঠনিক সম্পাদক রয়াল বিশ্বাসকে, চাঁদাবাজির মামলায় জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।

রোববার ৩ নভেম্বর বেলা ১১টায় নাচোল থানার ২০/২৪ইং মামলায় বিজ্ঞ নাচোল আমলী আদালত ২য় এর বিচারক, মোসাঃ ইসিতা শবনাম আদালতে আত্মসমর্পণ, পূর্বক জামিন চাইলে তাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে সকাল ১১টার দিকে ফতেপুর ইউপির মাড়কৈল গ্রামে কুদ্দুসের আমবাগানে বাদী এস্তাব আলীর নিকট আব্দুল কাদের চাঁদা দাবি করেন।বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করিলে আব্দুল কাদেরের হুকুমে অন্যান্য আসামিগন বাগানে অনাধিকার প্রবেশ করে এবং ইউপি সদস্য মেশবাউলের হাতে থাকা ককটেল বিষ্ফোরন ঘটাইয়া আতংক সৃষ্টি করে, বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম এবং আম বাগানের ক্ষতি সাধন করে। এ ঘটনায় ২০ অক্টোবর/২৪ এস্তাব আলী বাদী হয়ে আব্দুল কাদেরকে ১নং আসামি করে ২৬ জনের নাম উল্লেখ করে নাচোল থানায় মামলা দায়ের করেন।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত