Wednesday, December 4, 2024
বাড়িরাজশাহীচাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত 

আবুল হোসেন,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে, আজ শনিবার সকাল ১০ টায়” সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশে “এ প্রতিপাদ্য বিষয় কে  সামনে রেখে নাচোল উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ অধিদপ্তরের আয়োজনে, ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, জাতীয় পতাকা উত্তোলন, সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা চত্বর থেকে, একটি র‍্যালি বের হয়ে, নাচোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এবং উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন শেষে উপজেলা সম্মেলন কক্ষে, এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে  সভাপতিত্ব করেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা, মোঃ আনিসুর রহমান,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান।

নাচোল উপজেলা সমবায় অফিস থেকে নিবন্ধনকৃত সমিতির পক্ষ থেকে, বক্তব্য রাখেন, শালালপুর মৎস্যজীবী সমবায় সমিতির, সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল জব্বার, আঝরই গরু মোটা তাজা করন, সমবায় সমিতির সভাপতি,মোসা: সুমেরা খাতুন,সে সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল থানার এসআই, মোঃ আখতারুজ্জামান, নাচোল উপজেলা সমবায় সহকারী পরিদর্শক, মোঃ শফিকুল আলম, নাচোল উপজেলা সমবায় কাম কম্পিউটার অপারেটর,মোঃ আজিজুর রহমান,নাচোল মডেল প্রেস ক্লাবের, সভাপতি, মোঃ তসিকুল ইসলাম, নাচোল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মোঃ আবুল হোসেন, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশন, এর সাধারণ সম্পাদক, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ ফারুক হোসেন ডন, নাচোল উপজেলার বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন সমিতির সদস্য গণ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পরকিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সর্বশেষ মতামত